সভাপতি মহোদয়ের বাণী
রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ মহানগরী সড়কের পাশে অত্যন্ত মনোরম পরিবেশে মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়টি দলমত নির্বিশেষে ১৯৯৩ ইং সালের ২ জানুয়ারী প্রতিষ্ঠা লাভ করে।
এলাকার শিক্ষানুরাগী, জনপ্রতিনিধি, সমাজসেবক, দানশীল, ব্যবসায়ী, ছাত্র, ছাত্রী শিক্ষকদের যৌথ কার্যক্রমের মাধ্যমে আর্থিক সহায়তায় এলাকার গণ্যমান্য ব্যক্তিদের প্রচেষ্টায় বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।
শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পর থেকে অদ্যবদি শিক্ষার্থীদের বহুমুখী প্রতিভা বিকাশে ঐতিহ্যের ধারা অক্ষুন্ন রেখেছে।
এলাকার পিছিয়ে পড়া, সমাজের অবহেলিত মেয়ের ভাগ্যের পরিবর্তের জন্য, উন্নত মানসম্মত পাঠদানের জন্য শিক্ষক, অভিভাবক, ম্যানেজিং কমিটি পিটিএ কমিটির সদস্যগণ আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। বর্তমানে শিক্ষার্থীদের নতুন কারিকুল অনুযায়ী, লিখাপড়ার পাশাপাশি খেলাধুলাতেও উৎসাহিত করার জন্য ক্রিকেট, ফুটবল, হকি টীম গঠন করে খেলায় বেশ অগ্রগামী। ছাত্রীদের ক্রিকেট খেলায় উপজেলা, জেলা, বিভাগ চ্যম্পিয়নসহ রংপুর বিভাগে ১ রানে হেরে ব্যবস্থা করা হয়েছে। সেই সাথে নাচ, গান, কবিতা আবৃত্তি ও বিতর্ক প্রতিযোগীতার প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।
জাতীয় শিক্ষা সপ্তাহে প্রধান শিক্ষক হিসেবে মোঃ হায়দার আলী শ্রেষ্ট, শিক্ষা প্রতিষ্ঠান শ্রেষ্ট, সহকারী শিক্ষক গুলফাম আরা হ্যাপি, গালর্স গাইড, ছাত্রী শ্রেষ্ঠসহ বিভিন্ন ইভেন্টে শ্রেষ্ট হওয়ার গৌরব অর্জন করেছে। জাতীয় দিবসের বিভিন্ন অনুষ্ঠানে এ বিদ্যালয়ের ছাত্রীরা নিয়মিত অংশ গ্রহন করে প্রথম, দ্বিতীয় হওয়ার গৌরব অব্যাহত রেখেছেন। বিদ্যালয়ে দৃষ্টিনন্দন ৪ তলা একাডেমিক ভবন, শেখ রাসেল ডিজিটাল ল্যাব, বিদ্যালয়ের সীমানা প্রাচীর নেই। সীমানা প্রাচীর নির্মানের চেষ্টা অব্যাহত রয়েছে। আগামীতে এ শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন ও মঙ্গল কামনা করচ্ছি।
মোঃ রবিউল আলম,
সভাপতি,
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি,
মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়,
গোদাগাড়ী, রাজশাহী।
Read More