প্রধান শিক্ষকের বাণী
রাজশাহী জেলার প্রথম শ্রেণির গোদাগাড়ী পৌরসভার ২ নং ওয়ার্ডে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ মহানগরী সড়কের পাশে মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয় নামে এলাকার পিছিয়ে পড়া নারী শিক্ষার জন্য একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা লাভ করে। দলমত নির্বিশেষে এলাকার শিক্ষানুরাগী, জনপ্রতিনিধি, সমাজসেবক, দানশীল, ব্যবসায়ী, ছাত্র, ছাত্রী শিক্ষকদের যৌথ কার্যক্রমের মাধ্যমে আর্থিক সহায়তায় এলাকার গণ্যমান্য ব্যক্তিদের প্রচেষ্টায় বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।
১৯৯৩ খ্রি: ২ জানুয়ারী শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়ে অদ্যবদি শিক্ষার্থীদের বহুমুখী প্রতিভা বিকাশে ঐতিহ্যের ধারা অক্ষুন্ন রেখেছে।
আমি ২২/০১/২০১৩ খ্রিঃ মোঃ হায়দার আলী, প্রধান শিক্ষক হিসেবে যোগদান করে অধ্যাবধি দায়িত্বরত আছি। এর আগে এ শিক্ষা প্রতিষ্ঠানটি প্রধান শিক্ষক হিসেবে দাযিত্ব পালন করেন মোঃ সিকেন্দার আলী। পিছিয়ে পড়া, সমাজের অবহেলিত মেয়ের ভাগ্যের পরিবর্তের জন্য, উন্নত মানসম্মত পাঠদানের জন্য শিক্ষক, অভিভাবক, ম্যানেজিং কমিটি পিটিএ কমিটির সদস্যগণ আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। প্রতিটি শিক্ষার্থীর মধ্যে থাকে অনন্ত সম্ভাবনা। সঠিক পরিচর্যা ও বিকাশের মাধ্যমে এই সম্ভাবনা পরিপূর্ণতা লাভ করে। তাই বর্তমানে শিক্ষার্থীদের নতুন কারিকুল অনুযায়ী, লিখাপড়ার পাশাপাশি খেলাধুলাতেও উৎসাহিত করার জন্য ক্রিকেট, ফুটবল, হকি টীম গঠন করে খেলায় বেশ অগ্রগামী। ছাত্রীদের ক্রিকেট খেলায় উপজেলা, জেলা, বিভাগ চ্যম্পিয়নসহ রংপুর বিভাগে ১ রানে হেরে ব্যবস্থা করা হয়েছে। সেই সাথে নাচ, গান, কবিতা আবৃত্তি ও বিতর্ক প্রতিযোগীতার প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে শিক্ষার্থীদের জন্য সপ্তাহে ১ দিন সরকারী ব্যবস্থাপনায় গানের শিক্ষক দিয়ে গানের ক্লাসের ব্যবস্থা করা হয়ে থাকে। এখানে ৩০/৩৫ জন্য শিক্ষার্থী গান শিখেন। বার্ষিক দেওয়াল প্রত্রিকা প্রকাশ করার মাধ্যমে শিক্ষার্থীদের অপরিপক্ক মনের চাওয়া পাওয়া, স্বদেশ প্রেম, সৃষ্টিশীল চিন্তা চেতনা সৃষ্টি হবে এবং শিক্ষার্থীদের দৃঢ় আত্ম প্রত্যয়ের ভবিষ্যৎ জীবনে প্রতিষ্ঠা লাভ করবে। এর মাধ্যমে বর্জন করবে শিক্ষার্থীরা সকল অন্যায়, দুর্নীতি, অপসংস্কৃতি ও সামাজিক অবক্ষয়। এখানে সততা ষ্টোর পরিচালিত হয়, যেখানে কোন বিক্রেতা থাকে না সবাই ক্রেতা, বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন পবলিক পরীক্ষায় উল্লেখযোগ্য এ+ শতভাগ পাস, কোন কোন বছর ৯৫ থেকে ৯৯ ভাগসহ ভাল ফলাফল করে। ভাল ফলাফলের পাশাপাশি সহশিক্ষাক্রমিক কার্যাবলীতে শিক্ষা প্রতিষ্ঠানটি বেশ অগ্রগামী। বিভিন্ন দিবসে শিক্ষার্থীরা অংশ গ্রহন করে প্রথম ও দ্বিতীয় হওয়ার গৌরব অর্জন করে থাকে। জাতীয় শিক্ষা সপ্তাহে প্রধান শিক্ষক হিসেবে মোঃ হায়দার আলী শ্রেষ্ট, শিক্ষা প্রতিষ্ঠান শ্রেষ্ট, সহকারী শিক্ষক গুলফাম আরা হ্যাপি, গালর্স গাইড, ছাত্রী শ্রেষ্ঠসহ বিভিন্ন ইভেন্টে শ্রেষ্ট হওয়ার গৌরব অর্জন করেছে। প্রতিষ্ঠানের মর্যাদাকে সমুন্নত রাখবে এই প্রত্যাশা কামনা করি।
মোঃ হায়দার আলী,
প্রধান শিক্ষক,
মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়,
গোদাগাড়ী, রাজশাহী।
মোবইল নং ০১৭৪৫৫৩২২২২